
চট্টগ্রামে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে নেতাকর্মীদের ঢল
‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’র লক্ষ্যে চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত হয়েছে বিএনপির তারুণ্যের মহাসমাবেশ। নগরের পলোগ্রাউন্ড মাঠে বিকেল তিনটা থেকে শুরু হয়েছিল সমাবেশ। সমাবেশে যোগ দিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। কেউ পায়ে হেঁটে আর কেউ যানবাহনে। দলে দলে যোগ দিয়েছেন সবাই। সবার গন্তব্য ছিল চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ড মাঠ। গরমে সবার হাঁসফাঁস অবস্থা। এরপরও প্রখর রোদ উপেক্ষা করে বসে পড়ছেন মাঠে। ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’র সমাবেশকে ঘিরে এই চিত্র ছিল চট্টগ্রাম নগরের। বেলা তিনটায় ডাকা এই সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) তিন অঙ্গসংগঠন—যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল।





