
ক্যান্সার আক্রান্ত জান্নাতের পাশে মানবিক ছাত্রনেতা নাছির উদ্দীন নাছির
নোয়াখালীর সুবর্ণচরের মোহাম্মদপুর ইউনিয়নের এক হতভাগ্য মায়ের হৃদয়বিদারক আহাজারিতে ভারী হয়ে ওঠে আকাশ। তার ফুলের মতো মেয়ে জান্নাত মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে ধীরে ধীরে হারিয়ে ফেলছে জীবনের শক্তি ও হাসি।
এক পর্যায়ে অসহায় এই মা কান্নাভেজা কণ্ঠে আকুতি জানিয়ে বলেন:
“নাছির উদ্দীন ভাইরে একবার কইয়া দেন, উনি যেন আমার মেয়েরে একটিবার দেখতে আসেন…”
মায়ের এই আহ্বান কানে যেতেই, চট্টগ্রামে সাংগঠনিক ব্যস্ততার মাঝেও ছুটে যান বাংলাদেশ ছাত্রদলের মানবিক মুখ ও সুবর্ণচরের আগামী দিনের নেতৃত্বে সম্ভাবনাময় তরুণ, নাছির উদ্দীন নাছির।
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে জান্নাতের পাশে দাঁড়িয়ে শুধু সহমর্মিতা জানানইনি, বরং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন, মেয়েটির অবস্থা সম্পর্কে বিস্তারিত শোনেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন।
মানবিক এই ছাত্রনেতা বলেন,
“জান্নাতের পাশে আছি, তার পরিবার একা নয়। যতটুকু পারি, চিকিৎসার জন্য পাশে থাকব।“
তার এই উদ্যোগ এলাকাবাসীর মাঝে দারুণ প্রশংসিত হয়, অনেকে আশাবাদী—নাছির উদ্দীনের মতো তরুণদের এগিয়ে আসায় সমাজে আশার আলো ছড়িয়ে পড়বে আরও।