
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আগত পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য আবাসন ও খাবারের সু-ব্যবস্থা
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু আগত পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ভাইয়ের পক্ষ থেকে আবাসন ও খাবারের সু-ব্যবস্থা করা হয়েছে
স্থান: নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়াম।
এছাড়াও, শুক্রবার (৯ মে ২০২৫) সকালে জেলা শহর থেকে বিভিন্ন ফটকে সারাদেশ থেকে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সুবিধার্থে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির ভাইর সার্বিক সহযোগিতা ও নির্দেশনায় হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে। হেল্প ডেস্কের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য ব্যাগ ও মোবাইল সংরক্ষণ, তথ্য প্রদান, পানি বিতরণ, মোটরসাইকেল যোগে শিক্ষার্থীদের নিরাপদে নোবিপ্রবি’তে পৌঁছে দেওয়া’সহ বিভিন্ন ধরনের সহযোগিতা প্রদান করা হবে।




