
ঢাবির পবিত্র মাটি শিবিরের রাজনীতিকে কখনোই অনুমতি দেয়নি: ছাত্রদল সম্পাদক নাছির
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেছেন, শিবিরের আসল প্রকাশ্য রুপ ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখতে পাবেন না। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র মাটি শিবিরের রাজনীতিকে কখনোই অনুমতি দেয়নি৷ গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ঢাবির কিছু দুষ্কৃতিকারীদের সংঘবদ্ধ সহায়তায় তারা কার্যক্রম পরিচালনা করছে। গুপ্ত সংগঠনের রাজনীতি থেকে আমাদের সতর্ক থাকতে হবে৷ তাদের বিরুদ্ধে ছাত্রদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
বুধবার (২৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে শাখা ছাত্রদল কর্তৃক জুলাই শহিদদের স্মরণে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন। আরও বিস্তারিত…