
নাছির উদ্দীন নাছিরের নির্দেশনায় দুর্গাপূজায় নিরাপত্তা ও যানজট নিরসনে নোয়াখালী জেলা ছাত্রদলের কার্যক্রম





দুর্গাপূজা উপলক্ষে নোয়াখালী জেলার বিভিন্ন পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সড়কে যানজট নিরসনে কার্যক্রম চালিয়ে যাচ্ছে নোয়াখালী জেলা ছাত্রদল। জেলা ছাত্রদলের এই উদ্যোগটি সংগঠনের নেতৃস্থানীয় ব্যক্তি নাছির উদ্দীন নাছির-এর নির্দেশনায় পরিচালিত হচ্ছে।
নাছির উদ্দীন নাছিরের পরিকল্পনা ও দিকনির্দেশনা অনুযায়ী, জেলার ছাত্রদল নেতাকর্মীরা পূজামণ্ডপগুলোতে স্বেচ্ছাসেবক হিসেবে নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছেন। পাশাপাশি, সড়কে যানজট যাতে না সৃষ্টি হয়, সেজন্য তাঁরা গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে যানবাহন চলাচলে সহায়তা করছেন। এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো—সকল ধর্মাবলম্বীর উৎসব যেন নির্বিঘ্ন, নিরাপদ ও শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়, এবং সাধারণ মানুষের চলাচলে যেন কোনো বিঘ্ন না ঘটে।
নোয়াখালী জেলা ছাত্রদলের নেতাকর্মীরা জানিয়েছেন, নাছির উদ্দীন নাছির-এর নেতৃত্ব ও উৎসাহই তাঁদের এই জনকল্যাণমূলক কাজে উদ্বুদ্ধ করেছে। তাঁর সার্বক্ষণিক নির্দেশনা ও উপস্থিত সমন্বয়ের মাধ্যমেই কার্যক্রমগুলো সফলভাবে পরিচালিত হচ্ছে।
নোয়াখালী জেলা ছাত্রদলের এই প্রশংসনীয় উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় জনসাধারণ ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ। তাঁরা মনে করেন, এমন সহযোগিতামূলক প্রচেষ্টা সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে।
ছাত্রদলের পক্ষ থেকে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে, যেন এই উদ্যোগ আরও বিস্তৃতভাবে সফলভাবে বাস্তবায়ন করা যায় এবং উৎসব হয় নিরাপদ, আনন্দময় ও সবার জন্য উন্মুক্ত।